ওয়াশিংটন: মধ্যপ্রাচ্যের দ্বন্দ্ব মিটিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে আলোচনায় সমর্থন ও চাপ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আল-জাজিরায় সম্প্রতি প্রকাশিত নথিপত্রে শান্তি প্রক্রিয়া ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করার পরও এ সহায়তা অব্যাহত রাখার কথা বলছে দেশটি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ফিলিপ ক্রোওলি সামাজিক যোগাযোগের ওয়েব সাইট টুইটারে বলেন, ‘মার্কিন সরকার আল-জাজিরায় প্রচারিত ফিলিস্তিনের তথ্য সমুহ পর্যলোচনা করে দেখছে’।
ক্রোওলি বলেন, ‘উভয় পক্ষের সমস্যা সমাধানে এবং মূল বিষয়গুলোর পার্থক্য কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্র তাদের চেষ্টা অব্যাহত রাখবে’।
উল্লেখ্য, ইসরায়েল, ফিলিস্তিনি শান্তি প্রতিষ্ঠা এবং জেরুজালেম এর ভবিষৎ নিয়ে গত ১০ বছরের মার্কিন গোপন ও বিতর্কিত ১৭০০ তথ্য প্রকাশ করেছে টেলিভিশন চ্যানেল আল-জাজিরা। চ্যানেলটি দাবি করেছে তাদের কাছে প্রকাশিত তথ্যের বাইরে আরও তথ্য রয়েছে।
ফিলিস্তিনের প্রধান মধ্যস্থতাকারী সায়েব এরাকাতের বক্তব্য বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর বেশির ভাগ তথ্যই মিথ্যা বলে প্রত্যাখ্যান করেন এরাকাত। তিনি বলেন, ‘ফিলিস্তিনের কর্তৃপক্ষের লুকানোর কিছুই নেই’।
গত সেপ্টেম্বরের পর ফিলিস্তিনের ভূখন্ডে ইসরায়েল ইহুদি বসতি স্থাপন অব্যাহত রাখার ফলে দুই দেশ সরাসরি শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া থেকে দূরে সরে যায়।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১১