ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আর্জেন্টিনায় বাস-লরির সংঘর্ষে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৪
আর্জেন্টিনায় বাস-লরির সংঘর্ষে নিহত ১৮

ঢাকা: আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় মেনডোজা শহরের কাছে একটি যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৩ জন।

নিহতদের মধ্যে বাসের চালকও ছিল।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, অনিয়ন্ত্রিত গতিতে চলার সময় লরিটি রাস্তার রং সাইডে চলে আসলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’টি গাড়িতেই আগুন ধরে যায়।

দুর্ঘটনার সময় যাত্রীরা বাসের কাঁচের জানালা ভেঙে লাফিয়ে প্রাণ বাঁ‍চানোর চেষ্টা করলেও অনেকেই হতাহত হয়।

মেনডোজা শহরের ৬৬০ কিলোমিটার দূরে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর করডোভা থেকে ছেড়ে আসছিলো বাসটি।

দেশটির সড়ক পরিবহন কর্তৃপক্ষ দাবি করছে, বাসটির মধ্যে ৩০ জন যাত্রী ছিল।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।