কানো: নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলে মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের সংঘর্ষে আট জন নিহত ও ৪০ জন মারাত্মক আহত হয়েছে। এ সময় ছয়টি মসজিদ ও একটি গির্জায় অগ্নিসংযোগ করা হয়েছে।
খ্রিস্টান অধ্যুষিত তারাবা রাজ্যের উকারি শহরে মুসলিম ও খ্রিস্টান তরুণদের মধ্যে গত মঙ্গলবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে। স্থানীয় পুলিশ সদর দপ্তরের চত্বরে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তারাবা রাজ্যের পুলিশ কমিশনার আলিয়ু মুসা বলেন, “আমাদের জানা মতে, আট জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। ”
তারাবা রাজ্যের রাজধানী জালিঙ্গো থেকে টেলিফোনে আলিয়ু মুসা জানান, খ্রিস্টান ধর্মাবলম্বী একদল লোক এই মসজিদ নির্মাণের বিরোধিতা করে। মুসলমানরা এটার প্রতিবাদ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ঘন ঘন গোষ্ঠীগত সংঘর্ষের ঘটনা ঘটে। চলতি বছরে এরকম সংঘর্ষের ঘটনায় শত শত মানুষ নিহত হয়। দেশটির জনসংখ্যা মোট ১৫ কোটি। এর মধ্যে অর্ধেক মুসলমান ও অর্ধেক খ্রিস্টান।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৯৪৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০