ঢাকা: ব্রিটেনে ৮ লক্ষ বছরের পুরনো মানব পদচিহ্নের সন্ধান পাওয়া গেছে। ব্রিটেনের একদল নৃবিজ্ঞানী সম্প্রতি এই পদচিহ্নের সন্ধান পান।
ব্রিটিশ মিউজিয়ামের গবেষকরা দেশটির পূর্বাঞ্চলের সমুদ্র তীরবর্তী শহর হাপিসবার্গে কাদায় এই পদচিহ্ন খুঁজে পান। গবেষকরা বলছেন, এগুলো ৮-১০ লক্ষ বছরের প্রাচীন পদচিহ্ন।
ইউনিভার্সিটি অব সাউদাম্পটন আর্কিওলজি বিভাগের অধ্যাপক ক্লাইভ গ্যামবল বলেন, এ আবিষ্কার সত্যিই গুরুত্বপূর্ণ। ইতিহাসের মহামূল্যবান সম্পদ। নতুন করে আমাদের ইতিহাস সম্পর্কে ভাবাবে।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৪