ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে সাংবাদিক খুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১১
ফিলিপাইনে সাংবাদিক খুন

ম্যানিলা: ফিলিপাইনে একজন রেডিও সাংবাদিককে সোমবার গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির পুলিশ জানায়, সাম্প্রতিককালে সাংবাদিকের জন্য দেশটি বিপদজনক হয়ে উঠছে।



স্থানীয় পুলিশ জানায়, নিহত গেরারদো ওরতেগা দেশটির পশ্চিমাঞ্চলীয় দ্বীপ পালাউনের একটি রেডিও অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। সোমবার তিনি অনুষ্ঠান শেষে একটি কাপড়ের দোকান থেকে কেনাকাটা করে বের হওয়ার সময় তাকে গুলি করা হয়। ফিলিপাইনে বর্তমান রাষ্ট্রপতি বেনিগনো অ্যাকুইনো ক্ষমতা নেওয়ার ওরতেগাকে নিয়ে দুজন সাংবাদিক খুন হলেন।

ডেস্ক অফিসার রবার্ট দাগালা বলেন, পুলিশ তাৎক্ষণিকভাবে হামলাকারীকে ধরলেও হত্যার উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানতে পারেন নি। তিনি আরও বলেন, ‘রেডিও ভাষ্যকার হিসেবে কাজ করার সঙ্গে এই হত্যাকা- জড়িত কি না সে বিষয়ে আমরা এখনও কিছু জানতে পারি নি। হত্যাকারীর সহযোগীদের শনাক্তকরণের চেষ্টা চলছে। ’

এদিকে, ফিলিপাইনের সাংবাদিকদের নীরব করে দেওয়ার জন্য দেশটির ক্ষমতাবানরা প্রায়ই তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করে।

ফিলিপাইনে ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্ট জানায়, ১৯৮৬ সালে স্বৈরশাসক ফার্দিনান্দ মারকসের পতনের পর থেকে এ পর্যন্ত ১৪২ জন সাংবাদিক খুন হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।