ঢাকা: টোকিওর গভর্নর নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীকে যে পুরুষরা ভোট দেবেন, তাঁদের সঙ্গে দৈহিক সম্পর্কে যাবেন না বলে হুমকি দিয়েছেন জাপানের অনলাইনভিত্তিক একটি নারী সংগঠনের কর্মীরা।
৯ ফেব্রুয়ারি রোববার টোকিওর গর্ভনর নির্বাচন।
আগামী মেয়াদে দায়িত্ব পালনের জন্য পরবর্তী গর্ভনরকে বেছে নিতে ভোট দেবেন টোকিওবাসী।
এই নির্বাচনে ক্ষমতাসীনদের পক্ষে লড়ছেন মাসুজো। তারপক্ষে জোরালো প্রচারণা চালাচ্ছেন প্রধানমন্ত্রী শিনঝো অ্যাবে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোও এ নির্বাচনে মাসুজোকে এগিয়ে রেখেছে। এছাড়া, দলীয় ও ব্যক্তিগত প্রচারণায়ও যথেষ্ট আত্মবিশ্বাসী সাবেক স্বাস্থ্য ও শ্রমমন্ত্রী মাসুজো।
নির্বাচনের আগে এতোসব ইতিবাচক দিক মাসুজোর জয়লাভের পাল্লাই ভারি করছিলো। কিন্তু বাধ সাধলো ওই নারী সংগঠনটি। তারা সরাসরি হুমকি দিয়েছে বলেছে, যেসব পুরুষ মাসুজোকে ভোট দেবেন, তাদের সঙ্গে কোনোরকম দৈহিক সম্পর্কে লিপ্ত হবেন না নারীরা।
মাসুজো সম্পর্কে নারীদের ওই সংগঠনটির এমন বিদ্বেষ কেন? সংগঠনটির দাবি, মাসুজো চরমপন্থি পুরুষতান্ত্রিক। টোকিওর মত একটি শহরের গভর্নর হওয়ার যোগ্যতা তার নেই।
উল্লেখ করা যেতে পারে, গ্রিক নাটক লিসিসস্ট্রাটায় দু’টি শহরের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে স্পার্টা ও এথেন্সের নারীরা তাদের স্বামীর সঙ্গে দৈহিক সম্পর্কে লিপ্ত হতে অস্বীকার করেন।
মনে করা হচ্ছে, ওই নাটক থেকেই এমন অনুপ্রেরণা পেতে পারেন ওই সংগঠকরা।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৪