ঢাকা: সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় সরকারি বাহিনীর বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে।
শনিবার দেশটির মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এসওএইচআর এ তথ্য জানিয়েছে।
সংবাদ মাধ্যমগুলো বলছে, তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলে আল কায়েদা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্ট ও তাদের মিত্র বিদ্রোহী সংগঠনগুলো আরেক জেহাদি সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য ল্যাভেন্টের (আইএসআইএল) বিরুদ্ধে নতুন করে আক্রমণ চালানোর মধ্যেই এ খবর এলো।
মানবাধিকার পর্যবেক্ষকরা জানিয়েছেন, আলেপ্পোর পূর্বাঞ্চলে বিদ্রোহী অধ্যুষিত একটি এলাকায় এই বোমা হামলায় দুই শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
বলা হচ্ছে, আলেপ্পো ও তৎসংলগ্ন এলাকাগুলোতে বিদ্রোহী সংগঠনগুলো পরস্পরবিরোধী সংঘাতে জড়িয়ে যাওয়ায় বিশেষ সুবিধা নিচ্ছে সরকারি বাহিনী।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৪