ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় গির্জায় দুইজনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৪
রাশিয়ায় গির্জায় দুইজনকে গুলি করে হত্যা

ঢাকা: রাশিয়ার পূর্বাঞ্চলীয় শাখালিন দ্বীপপুঞ্জে খ্রিস্টান সম্প্রদায়ের একটি গির্জায় হামলা চালিয়ে দুইজনকে হত্যা করেছে এক বন্দুকধারী।

রোবব‍ার শাখালিনের অর্থোডক্স ক্যাথেড্রেলে হামলা চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়।



নিহতদের মধ্যে একজন নারী যাজক ও অপরজন পূণ্যার্থী ছিলেন।

শাখালিন থেকে কয়েক হাজার কিলোমিটার দূরের শহর সোচিতে যখন শীতকালীন অলিম্পিক চলছে, ঠিক তখনই এ ধরনের হত্যাকাণ্ডের খবর এলো।

প্রাদেশিক সরকারের তদন্ত কমিটি জানিয়েছে, জাপানের উত্তরে অখস্টক সাগর বুকের দ্বীপ শহর ‍জুঝনো-শাখালিনস্কতে চালানো এ হত্যাকাণ্ডের পর ঘাতককে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে।

মস্কো থেকে প্রায় ৬ হাজার ৬৫০ কিলোমিটার দূরের শহর জুঝনো-শাখালিনস্কতে ওই বন্দুকধারী নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।