ঢাকা: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যায় লঞ্চ ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নিঁখোজ রয়েছেন আরও ৯ জন।
সোমবারও উদ্ধারকর্মীরা ১১ জনের মৃতদেহ উদ্ধার করেছেন বলে সরকারি সূত্রে বলা হয়েছে।
দমকল বাহিনীর সঙ্গে উড়িষ্যার দুর্যোগ ইউনিট যৌথভাবে উদ্ধার তৎপরতায় কাজ করছে।
রাজ্যের বিশেষ ত্রাণ কমিশনার পিকে মহাপাত্র সংবাদ মাধ্যমকে জানান, সোমবার উদ্ধার হওয়া ১১ জনসহ এ পর্যন্ত ২২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিঁখোজ রয়েছেন ৯ জন।
রোববার বিকেলে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর থেকে প্রায় ৩৫০ কি.মি. দূরে হিরাকুদ বাঁধের জলাধারে ওই লঞ্চ ডুবির ঘটনা ঘটে। ৭০ জন যাত্রীর ধারণক্ষমতা সম্পন্ন লঞ্চটি শতাধিক যাত্রী বহন করছিল বলে ভারতের সংবাদ মাধ্যমগুলো জানায়।
অতিরিক্ত যাত্রীয় বোঝাইয়ের কারণে লঞ্চটির মাঝখানে ফেটে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪