দুবাই: দুবাইয়ে বিশ্বের সবচেয়ে বড় ভবন বুর্জ খলিফার ১২২ তলায় মঙ্গলবার একটি রেস্তোরাঁ উদ্বোধন করা হবে। ফলে ৪৪২ মিটার উচুঁতে থাকা এই রেস্তোরাটি হবে বিশ্বের সবচেয়ে উঁচু খাবার দোকান।
বুর্জ খলিফার ৮২৮ মিটার উচুঁতে আকাশসীমায় অবস্থিত এই রেস্তোরাঁয় ২১০ জন লোক একসঙ্গে বসে আরব-আমিরাতের অতুলনীয় সৌন্দর্য উপভোগ করতে পারবে।
তবে এই উচ্চতার পাশাপাশি এখানকার খাবারের দামও উচ্চমানের। এই রেস্তোরাঁর পুরো খাবারের জায়গা ভাড়া করতে চাইলে মাথাপিছু খরচ হবে ১৭৬ দশমিক ৯ মার্কিন ডলার এবং সান্ধ্যকালীন চা পানে লাগবে ১০০ মার্কিন ডলার। এছাড়া ড্রিংকস এবং পানীয়তে মাথাপিছু খরচ করতে হবে ৫৪ দশমিক ৪৫ ডলার।
ইমার হসপিটালিটি গ্রুপ এবং ইমার হোটেল অ্যান্ড রিসোর্টের সিইও মার্ক দারদেন বলেন, ‘কাঁচঘেরা এই রেস্তোরাঁটি দুবাইয়ের আতিথেয়তা শিল্পের একটি অংশ। আমি মনে করি এটি দুবাইসহ সারা বিশ্বের জন্য নতুন মান যোগ করবে। দুবাইতে ভ্রমণে আসা লোকদের জন্য এটি হবে ভিন্ন ধরনের কিছু। ’
এক হাজার ৩০ বর্গ মিটার জায়গা নিয়ে নির্মিত এই রেস্তোরাঁটি কানাডার টরোন্টো শহরের সিএন টাওয়ারের দ্বিতীয় সর্বোচ্চ রেস্তোরাঁটির চেয়ে ৯২ মিটার বেশি উঁচু।
বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, ২৪ জানুয়ারি ২০১১