ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালের নয়া প্রধানমন্ত্রী সুশীল কৈরালা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪
নেপালের নয়া প্রধানমন্ত্রী সুশীল কৈরালা

ঢাকা: সুশীল কৈরালা নেপালের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সোমবার দেশটির পার্লামেন্টে এমপিদের ভোটে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন।


নেপালের অন্যতম কমিউনিস্ট পার্টি তাকে সমর্থন দেওয়ায় তার জয়ের পথ সহজ হয়। ৫৫৩ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ৪০৫ ভোট।

নভেম্বর থেকে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা চলছে। এক বছরের মধ্যে একটি নতুন সংবিধানের খসড়া তৈরি করাই নয়া প্রধানমন্ত্রীর সামনে এখন বড় চ্যালেঞ্জ।

৭৫ বছর বয়সী কৈরালাকে এখন একটি জোট গঠন করতে হবে।

২০০৬ সাল থেকে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে শান্তি চুক্তি হওয়ার পর ২০০৮ সালে দেশটিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। কৈরালা সরকারের ষষ্ঠতম রাষ্ট্রপ্রধান।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।