ডাবলিন: আয়ারল্যান্ডের জোট সরকার থেকে শরিক দল গ্রিন পার্টি রোববার বেরিয়ে যাওয়ায় দেশটির সরকার চরম বিপাকে পড়েছে। রাজনৈতিক কর্তাব্যক্তিদের সঙ্গে অর্থনৈতিক পুনরুদ্ধার বিষয়ক আলোচনাকালে এই দলটি জোট সরকার থেকে সরে দাঁড়ায়।
গ্রিন পার্টি রোববার ঘোষনা দেয় তারা ফিয়ান্না ফেইল পার্টি সঙ্গে থেকে তারা সরকার পরিচালনা করতে চায় না। এই দলটি সরকার থেকে চলে যাওয়ার পরে ফিয়ান্না ফেইল পার্টি বড় দল হিসেবে তার সংখ্যা গরিষ্ঠতা হারালো। আর এর ফলে আগামী ১১ মার্চ নির্ধারিত নির্বাচন আরও সামনে এগিয়ে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
গ্রিন পার্টির নেতা জন গর্মলি জোট থেকে বেড়িয়ে আসার কারণ সম্পর্কে সাংবাদিকদের বলেন, ‘আমাদের ধৈর্য্য সর্বোচ্চসীমায় পৌছে গেছে। ’
গত বছর ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিশেষ অর্থনৈতিক সহায়তায় আয়ারল্যান্ডের পুনরুদ্ধার সম্ভব হয়।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১১