ঢাকা: সামুদ্রিক প্রাণী সিলের ওপর আক্রমণ করতে গিয়ে ‘দন্ত বিসর্জন’ দিলো বেচারা হাঙর। দক্ষিণ আফ্রিকার কেপটাউন উপকূলের সমুদ্রে এই বিরল দৃশ্য ধরা পড়ে ফটোগ্রাফার ডেভিড জেনকিনসের ক্যামেরায়।
জেনকিনস কয়েক সপ্তাহ ধরে এমন একটাই ওয়াইল্ডলাইফ ছবির জন্য বিভিন্ন স্থানে ঘুরে ফিরছিলেন। অবশেষে দারুণ এই দৃশ্যটি ধারণ করতে পেরে তিনি তৃপ্তির ঢেকুর তুলতেই পারেন!
জেনকিনস বলেন, সবকিছুই ঘটেছে অবিশ্বাস্য দ্রুতগতিতে। আমি জানতাইম না হাঙরটি (গ্রেট হোয়াইট) তার দাঁত হারিয়েছে। পরে ক্যামেরা জুম করার পর বিষয়টি ধরা পড়ে।
তিনি জানান, এ ধরনের দৃশ্য আমি আর কখনোই দেখিনি। সত্যিই ইউনিক।
বাংলাদেশ সময়: ০৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৪