ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মুকেশ আম্বানির বিরুদ্ধে মামলা করবেন কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৪
মুকেশ আম্বানির বিরুদ্ধে মামলা করবেন কেজরিওয়াল

ঢাকা: আঁতাত করে গ্যাস সংকট তৈরি ও গ্যাসের দাম বাড়ানোর অভিযোগ তুলে ভারতের অন্যতম শীর্ষ বিত্তশালী মুকেশ আম্বানি, কেন্দ্রীয় তেলমন্ত্রী ভীরাপ্পা মইলি ও অন্যান্য নীতি-নির্ধারকদের বিরুদ্ধে মামলা করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড সরকারি মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সার তৈরি কারখানায় গ্যাস সরবরাহ করে।



রিলায়েন্সের বিরুদ্ধে অতিরিক্ত মুনাফা নেওয়ার অভিযোগটি কেজরিওয়ালের সরকারের দুর্নীতিবিরোধী শাখায় অবগত করেছেন দিল্লির চার বিশিষ্ট নাগরিক। তাদের অভিযোগের ভিত্তিতেই এ মামলা করবেন কেজরিওয়াল।

তিনি বলেছেন, এসব অভিযোগে বলা হয়েছে, রিলায়েন্সের অতিরিক্ত লাভ করার চক্রান্তের পেছনে কেন্দ্রীয় মন্ত্রীদের হাত রয়েছে।
তবে অভিযোগ সম্পর্কে এখনও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি রিলায়েন্স। তবে তেলমন্ত্রী ভীরাপ্পা মইলি অভিযোগ খন্ডন করেছেন, ‘বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া কোনোকিছুই করা হয়নি।

ডিসেম্বরে ভারতের কেন্দ্রীয় সরকার জানায়, চলতি বছরের ১ এপ্রিল থেকে রিলায়েন্স গ্যাসের দাম দ্বিগুণ করবে।

বাংলাদেশ সময়:  ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।