ঢাকা: ইরানে ইসলামী বিপ্লবের ৩৫ তম বার্ষিকী পালন করা হচ্ছে। দিনটি উপলক্ষে রাজধানী তেহরানে ৠালি বের হয়।
তেহরানে আজাদী স্কয়ারে প্রেসিডেন্ট হাসান রুহানির ভাষণের অপেক্ষায় আছেন লক্ষ জনতা। গত বছরের আগস্টে হাসান রুহানি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম তিনি কোনো বড় ধরনের জন সমাবেশে ভাষণ দিচ্ছেন তিনি।
১৯৭৯ সালে মার্কিনপন্থী শাসক রেজা শাহ’র পতনের পর দেশটিতে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। তারপর থেকে পরমাণুসহ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ছেদ পড়ে ইরানের।
সম্প্রতি এ দূরত্ব নিরসনে প্রেসিডেন্ট হাসান রুহানি আলোচনার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। তার এ নীতি অনেকটাই সফল হয়েছে বলে দাবি অনেকেরই।
এদিকে, বিপ্লব বার্ষিকীর আগের দিন দুটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার ইরনা এ খবর জানিয়েছে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী হোসেইন দেহগান বলেছেন, ভূমি থেকে ভূমিতে অথবা আকাশ থেকে ভূমিতে হামলা চালাতে সক্ষম এমন দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তারা।
ইরানের ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের সক্ষমতা নিয়ে মাথা ব্যাথা রয়েছে যুক্তরাষ্ট্রের। কেননা, এর মাধ্যমে তাদের বন্ধুরাষ্ট্র ইসরাইলে হামলা চালাতে পারে ইরান।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৪