ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আলজেরিয়ায় সামরিক প্লেন বিধ্বস্ত, নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৪
আলজেরিয়ায় সামরিক প্লেন বিধ্বস্ত, নিহত শতাধিক

ঢাকা: আলজেরিয়ায় সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে ১০৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় পাহাড়ঘেরা ওম আল-বোয়াঘি এলাকায় প্লেনটি বিধ্বস্ত হয়।

নিহতদের অধিকাংশই সেনা সদস্য। এদের মধ্যে যাত্রী ও ক্রু রয়েছেন।

আলজেরিয়া সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, প্লেনে ৯৯ জন সেনা ও তাদের পরিবারের সদস্য এবং চারজন ক্রু ছিলেন। এরা সবাই দুর্ঘটনায় মারা যান।

বলা হচ্ছ, প্লেনটি সামরিক বাহিনীর কর্মকর্তা ও তাদের পরিবার-পরিজন বহন করছিল।

ধারনা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

তবে দেশটির সেনা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি।

দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। এলাকাটি রাজধানী আলজিয়ার্স থেকে ২৪০ মাইল পূর্বে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।