ঢাকা: যিশু খ্রিস্ট ধর্মীয় সব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে জন্ম দিনের পোশাকে যোগ দিয়েছিলেন যিশু খ্রিস্ট। তার জন্ম, ক্রশবিদ্ধকরণ ও পুনর্জন্ম সবকিছুতে তিনি জন্ম দিনের পোশাকে ছিলেন।
এ যুক্তিতে গির্জায় নগ্ন পোশাকে প্রার্থনা করতে খ্রিস্টানদের উৎসাহিত করেছেন অ্যালেন পারকার নামের এক ধর্মযাজক। তার পরিচালিত যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আইভরের ‘হোয়াইট টেইল রিসোর্ট’ গির্জায় প্রার্থনাকারীরা জন্মদিনের পোশাকে প্রার্থনা করতে পারেন।
অ্যালেন পারকার বলেন, ‘যিশু খ্রিস্ট যখন জন্মে ছিলেন তখন তিনি নগ্ন ছিলেন। যখন তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল তখনও নগ্ন ছিলেন এবং যখন পুনরুজ্জীবিত হলেন তখন তিনি কবরের মধ্যে কাপড় ছেড়েছিলেন। ’
মানব জাতির সৃষ্টির ইতিহাস সংক্রান্ত গ্রন্থ ‘বুক অব জেনেসিস’ থেকে বস্তুবাদী জগতের পোশাক ছেড়ে প্রকৃতিগতভাবে সৃষ্টিকর্তার সঙ্গে যোগাযোগ করতে প্রার্থনার সময় পোশাকহীন থাকার ধারণা পেয়েছেন বলে দাবি তার। ওই গ্রন্থে প্রথম মানব ও মানবী স্বর্গে পোশাকহীন অবস্থায় ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৪