মস্কো: রাশিয়ার ব্যস্ততম বিমানবন্দর দোমোদেভোয় বোমা হামলার ঘটনায় মুসলিম অধ্যুষিত উত্তর ককেশাসের একজন নারীকে জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। দেশটির নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তি মঙ্গলবার এ তথ্য জানায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এই সংস্থাটি আরও জানায়, ‘অনুমান করা হচ্ছে, একজন নারী আত্মঘাতী বোমা হামলাকারী তার ব্যাগ খুললে এই বিস্ফোরণ ঘটে। এই নারীর সঙ্গে একজন পুরুষও ছিলেন। তিনি হামলাকারীর পাশেই দাঁড়ানো ছিলেন এবং বিস্ফোরণে তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। ’
এদিকে, রাশিয়ার তদন্ত কর্মকর্তারা ‘আরবদের মতো দেখতে’ একটি মাথা খুঁজে পেয়েছেন, এ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মঘাতী বোমা হামলাকারীর সঙ্গে এ জড়িত ।
নিরাপত্তা কর্মকর্তা আরও বলেন, ‘উত্তর ককেশাস থেকে সুপরিকল্পিত এই সন্ত্রাসী হামলা করা হয়েছে। ’ প্রেসিডেন্ট দিমিত্রত্রি মেদভেদেভও একই কথা বলেছেন।
উল্লেখ্য, সোমবার এই আত্মঘাতি বোমা হামলায় ৩৫ জন নিহত এবং ১৫২ জন আহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১