ঢাকা: ভারতের লোকসভায় ঘটে গেলে অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিক্ষোভকারীদের দমাতে পুলিশের ব্যবহার করা পিপার স্প্রে দেশটির পার্লামেন্টে সংসদ সদস্যদের ওপর ব্যবহার করা হয়েছে।
সংসদে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে লোকসভার ১৮ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের অধিবেশনে অন্ধ্রপ্রদেশে থেকে আলাদা করে পৃথক তেলেঙ্গানা রাজ্য সংক্রান্ত বিল উত্থাপনের সময় হট্টগোল শুরু হয়।
বৃহস্পতিবার দুপুর ১২টায় এল রাজাগোপাল অন্যান্য সদস্যদের ওপর পিপার স্প্রে ছুড়েন। কংগ্রেসের নেতা হলেও রাজাগোপাল অন্ধ্র প্রদেশ বিভক্তের বিরুদ্ধে।
চোখে পিপার স্প্রে পড়ায় লোকসভার তিন সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুকে ব্যাথা উঠায় কে নারায়ণ রাও হাসপাতালে ভর্তি হয়েছেন।
নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় তা ঠিক করতে বিভিন্ন দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেন লোকসভার স্পিকার মীরা কুমার। অবশেষে তিনি ১৮ জনকে লোকসভা থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানান।
এদিকে লোকসভার ভেতর থেকে গ্যাসমাস্ক উদ্ধার করা হয়েছে। তেলেগু ডেসাম পার্টির (টিডিপি) এক সদস্যের বিরুদ্ধে লোকসভায় চাকু নিয়ে প্রবেশের অভিযোগ উঠেছে। তবে তিনি এ অভিযোগ প্রত্যাখান করেছেন। তিনি বলেন, ‘আমি মাইক্রোফোন এনেছিলাম, চাকু নয়। ’
প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ‘পার্লামেন্টে যা হয়েছে তাতে আমার হৃদয়ক্ষরণ হয়েছে।
আসন্ন লোকসভা নির্বাচনের আগে পৃথক তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি করে দিতে চায় ক্ষমতাসীন কংগ্রেস। প্রধানবিরোধী দল ভারতীয় জনতা পার্টি কংগ্রেসের এ প্রস্তাবে রাজি থাকলেও অন্ধ্রপ্রদেশ কংগ্রেসের অনেক নেতা এর বিরোধিতা করছেন।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪