ঢাকা: রাশিয়ার পক্ষে গুপ্তচর বৃত্তি চালানোর চেষ্টার দায়ে নিজস্ব নৌ বাহিনীর সাবেক এক কর্মকর্তার ৩০ বছর কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্র।
২০১২ সালের ডিসেম্বরে রবার্ট প্যাট্রিক হফম্যানকে গ্রেফতার করা হয়।
ভার্জিনিয়ার নরফোলকের একটি ফেডারেল আদালত ৪০ বছর বয়সী হফম্যানকে ৩০ বছরের কারাদণ্ড দেয়।
এফবিআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব ভার্জিনিয়ার ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ডানা বোয়েন্টে বলেছেন, ‘হফম্যান রুশ ফেডারেশনের পক্ষে গুপ্তচরবৃত্তি করার চেষ্টা করেছিলেন এবং তার ওপর যে বিশ্বাস রেখেছিল দেশ (যুক্তরাষ্ট্র) তার লঙ্ঘন করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪