ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

চীনের কাছে স্টিলথ বিমানের প্রযুক্তি বিক্রি

মার্কিন প্রকৌশলীর ৩২ বছর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, জানুয়ারি ২৫, ২০১১
মার্কিন প্রকৌশলীর ৩২ বছর কারাদণ্ড

ওয়াশিংটন: সামরিক বাহিনীর গোপন তথ্য চীনের কাছে বিক্রি করার অভিযোগে নোশির গোয়াদিয়া (৬৬) নামের একজন সাবেক প্রকৌশলীকে সোমবার ৩২ বছরের কারাদ- দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।

ভারতীয় বংশোদ্ভুত গোয়াদিয়া যুক্তরাষ্ট্রের স্টিলথ বি-২ বিমানের প্রচালনশক্তি ব্যবস্থা (প্রপালশন সিস্টেম) নির্মাণে সহায়তা করেছেন।

তিনি এ বিমানের নকশা চীনের কাছে বিক্রি করেছেন এই অভিযোগ এনে তাকে কারাদ- দেওয়া হয়েছে।

সম্প্রতি চীন জে-২০ নামের স্টিলথ বিমান কিছুক্ষণের জন্য আকাশে ওড়ায়। ধারণা করা হচ্ছে, রাডারকে ফাঁকি দিতে সক্ষম এ ধরনের বিমান তৈরিতে সফল হয়েছে বেইজিং।

হাউয়াই দ্বীপপুঞ্জের বিচারক সুসান ওকি মলওয়ে বলেন, ‘নোশির গোয়াদিয়া জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি ব্যক্তিগত লাভের জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তির তথ্য বিদেশে বিক্রি করেছেন। ’

অন্যদিকে, গোয়াদিয়া বলেন, তিনি শুধুমাত্র সেসব তথ্যই দিয়েছেন যা সবাই জানে।

মলওয়ে আরও বলেন, ‘যদি কারাগারে ভাল আচরণের জন্য সুনাম অর্জন করতে পারে তাহলে তার বয়স ৮০ শেষের দিকে তিনি মুক্তি পেতে পারেন। ’

গত বছরের আগস্টে গোয়াদিয়াকে অন্য দেশের কাছে নিজ দেশের তথ্য পাচার এবং আগ্নেয়াস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করাসহ ১৪টি অভিযোগ আনা হয়।  

আইনজীবীরা জানায়, গোয়াদিয়া চীনের কাছে যুদ্ধ জাহাজের নকশা বিক্রি করে প্রতিমাসে ১৫ হাজার ডলার পেতেন।

এদিকে, গোয়াদিয়ার পরিবার বলছে তারা এই কারাদ-ের বিরুদ্ধে আপিল করবেন।

গোয়াদিয়ার ছেলে অ্যাশটন জানায়, ‘দেশের জন্য ক্ষতি হয় এমন কোনো কাজ কখনই আমার বাবা করেনি। ’

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।