ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সৌদিতে ফের কাজের অনুমতি পাচ্ছেন বাংলাদেশিরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৭, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
সৌদিতে ফের কাজের অনুমতি পাচ্ছেন বাংলাদেশিরা

ঢাকা: সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের ফের কাজের অনুমতি ও পেশা পরিবর্তনের সুযোগ দেবে সেদেশের সরকার।

আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে এ সুযোগ পাওয়া যাবে বলে  প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন।



বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের জানান, বেশ কয়েক বছর ধরে বন্ধ থাকার পর ১৬ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিরা সৌদি আরবে আকামা (ওয়ার্ক পারমিট) এবং পেশা পরিবর্তনের সুযোগ পাবেন।  

আগে এক বছর ধরে অবৈধভাবে বসবাসরতদের বৈধ হওয়ার সুযোগ দেয় সৌদি আরব। সেই সুযোগে আট লাখ বাংলাদেশি নাগরিক সৌদিতে বৈধ হন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।