ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তেলেঙ্গানা ইস্যুতে অন্ধ্রপ্রদেশে বনধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৪
তেলেঙ্গানা ইস্যুতে অন্ধ্রপ্রদেশে বনধ

ঢাকা: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে বনধ চলছে। শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো বনধে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জীবনযাত্রা।

যানবহন চললেও তা খুব সামান্য। স্কুল কলেজ বন্ধ রয়েছে, খোলা নেই দোকানপাট।

রাজ্যের একাধিক জায়গায় বনধের সমর্থনে মিছিল করেছে বিক্ষোভকারীরা।

অন্ধ্রপ্রদেশ ভেঙ্গে আলাদা তেলেঙ্গানা রাজ্য সৃষ্টির জন্য বৃহস্পতিবার লোকসভায় বিল উত্থাপনের প্রতিবাদে এ বনধের ডাক দেয় ওয়াইএসআর কংগ্রেস।

তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি বিলের বিরোধিতা করে ওয়াইএসআর কংগ্রেস প্রধান জগনমোহন রেড্ডি বলেন, লোকসভায় তেলেঙ্গানা বিল পেশ করা গণতন্ত্রের নামে প্রহসন।

তিনি বলেন, রাজ্যে অখণ্ডতা রক্ষা করতে আমার দল সব রকম চেষ্টা করবে। তিনি এরইমধ্যে এ ব্যাপারে বিজেপি নেতা রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং চেষ্টা করছেন তার দলের সমর্থন আদায়ের।

এছাড়া পৃথক রাজ্য গঠনের বিরোধিতা করে আদালতে যাওয়ারও হুমকি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার পৃথক রাজ্য প্রতিষ্ঠার জন্য ভারতের লোকসভায় তেলেঙ্গনা বিল উত্থাপন করা হয়। এরপরই  মারামারি শুরু হয়।

বিলের বিরোধী কংগ্রেস নেতা রাজা গোপাল বিলের পক্ষের পার্লামেন্টারিয়ানদের ওপর মরিচের গুঁড়া ছিটিয়েছেন।

কয়েক দফা গোলমালে স্পিকার মীরা কুমার অধিবেশন মুলতবি করতে বাধ্য হন। লোকসভায় হট্টগোল করার দায়ে কংগ্রেস, তেলেগু দেশম এবং ওয়াইএসআর কংগ্রেসের ১৮ জন পার্লামেন্ট সদস্যকে সাময়িক বরখাস্ত করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।