ঢাকা: উত্তর কোরিয়া ইস্যুতে আঞ্চলিক বিরোধ মেটাতে চীনের সহায়তা চাইলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহবান জানান।
এছাড়াও তিনি ছয় জাতির সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় বসতে উত্তর কোরিয়াকে রাজি করাতে চীনের সহযোগিতা চেয়েছেন।
২৪ ঘণ্টার চীন সফরে শুক্রবার তিনি বেইজিং পৌঁছেন। এর আগে বৃহস্পতিবার জন কেরি দক্ষিণ কোরিয়া সফর করেন।
বৈঠক শেষে বার্তা সংস্থা রয়টার্সকে জন কেরি জানান, খুব গঠনমূলক আলোচনা হয়েছে। তিনি বলেন, আলোচনার জন্যই আলোচনা নয় বরং উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্র কখনোই পরমাণু অস্ত্র সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে মেনে নিতে পারবে না।
বৈঠকে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের নীতি ও দক্ষিণ সাগরে জাপানের সঙ্গে চীনের বিরোধ, জলবায়ু পরিবর্তন, সিরিয়া ইস্যুসহ দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
কেরি এমন সময় তিনি চীন সফরে গেলেন যখন বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় শুক্রবার দ্বিতীয় দফায় বৈঠকে বসেছে দুই কোরিয়ার প্রতিনিধিরা।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৪