ঢাকা: বলা হয়ে থাকে, প্রেম এমন এক বিষয় যা ব্যাখ্যা করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। ভালোবাসা দিবসের বিশেষ দিনে সেই প্রেম নিয়েই গবেষণা ও সত্য ঘটনা অবলম্বনে এবারে উপস্থাপিত হচ্ছে ‘আজব প্রেমের গজব গল্প’।
১. প্রেম শুরু হওয়ার প্রথম তিন থেকে পাঁচ মাসের মধ্যে সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা প্রেম তিন বছর বা তার বেশি সময় ধরে চললে সেটি বিবাহেও গড়াতে পারে এবং বিবাহিত জীবন সুখী হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
২. কারও প্রেমে আবেগ আছে কিনা সেটা বুঝতে একজন মানুষের ৯০ সেকেন্ড থেকে চার মিনিট সময় লাগে। আর সেই উত্তর ‘বডি ল্যাঙ্গুয়েজ’।
৩. গুগল সার্চে ১০০ বার ‘সেক্স’ শব্দটা লেখা হলেও লাভ শব্দটি লেখা হয় মাত্র ২ বার!
৪. বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের ঘটনা ঘটে বিয়ের চতুর্থ বছরে। বিয়ের পর আট বছর কেটে গেলে বিচ্ছেদের সম্ভাবনা অনেক কমে আসে।
৫. ভালোবাসা দিবসে বিশ্বে অনেক যুগলের বিয়ে হলেও এই দিনে প্রায় দেড় লাখ প্রেম বা বিয়ের সম্পর্কে ইতি ঘটে।
৬. যাকে খুব ভালবাসা হয় বা খুব পছন্দ করা হয়. তার চোখের দিকে তাকালে চোখের তারা অনেক বেশি বিস্তৃত হয়। ইংরেজিতে একে বলে ‘pupils dilate’।
৭. বিয়ের আগে একজন মানুষ সাধারণত ৭ বার প্রেমে পড়ে। অবশ্য সে কথা প্রকাশ্যে স্বীকার করেন মাত্র ২০ শতাংশ প্রেমী।
৮. একজন পুরুষের সারা জীবনের একটা বছর শুধু কেটে যায় নারীদের দিকে তাকিয়ে। আর একজন নারীর সারা জীবনের ৫টি মাস কাটে পুরুষদের দিকে তাকিয়ে।
৯. তুমি আমায় ভালবাসো? এই প্রশ্নের ৮ সেকেন্ডের মধ্যে কোনো জবাব না এলে বুঝতে হবে দরোজা বন্ধ হয়ে যায়নি। ট্রাই অ্যাগেইন!
১০. পৃথিবীর এক নম্বর ডেটিং সাইটের নাম ম্যাচ ডটকম। ম্যাচ ডটকম-এ প্রেমের খোঁজ পান বিশ্বের বহু মানুষ। সেই ম্যাচ ডট কম-এর প্রতিষ্ঠাতা গ্যারি ক্রেম্যানের প্রেমিকা তাঁকে ছেড়ে যান এই ওয়েবসাইটেই পরিচয় হওয়া এক যুবকের সঙ্গে।
১১. আপনার কোন ধরনের ছেলে পছন্দ! এমন প্রশ্ন গোপনে করা হলে উত্তরে ১০ শতাংশ নারী বলেছেন, লম্বা আর সুন্দর। ১৫ শতাংশ বলেছেন, সত্, গোবেচারা টাইপের। ২০ শতাংশ বলেছেন, বুদ্ধিমান আর শিক্ষিত। আর বাকি ৫৫ শতাংশই বলেছেন, ধনী!
সূত্র: জি নিউজ
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৪