ঢাকা: শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। হাজার হাজার মানুষ বিদ্যুতহীন দিনাতিপাত করছেন।
বিভিন্ন শহরের স্কুলও বন্ধ করে রাখা হয়েছে। ২ হাজারের বেশি ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়।
সবচেয়ে বেশি দুর্যোগময় এলাকা হচ্ছে ইস্ট কোস্ট, নিউ ইয়র্ক, পেনসিলভানিয়া ও নর্থ ক্যারোলিনা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, চলতি বছরই যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়। এ মাসের শুরুতে ওয়াশিংটন, ডেট্রয়েড, বোস্টন, শিকাগো, নিউইয়র্ক এবং সেন্ট লুসে ব্যাপক মাত্রায় তুষারপাত হয়।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিভিন্ন শহরে সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে ৩০ জন আহত হয়েছেন।
জানা যায়, পেনসিলভানিয়ায় ৫৭ সে.মি, নিউইয়র্কে ৬৮ দশমিক ৫ সে.মি, ওয়াশিংটন ডিসিতে ২৩ সে.মি এবং নিউইয়র্ক সিটিতে ২৫ সে.মি তুষারপাত রেকর্ড করা হয়।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৪