ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে যাত্রীবাহী প্লেন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪
নেপালে যাত্রীবাহী প্লেন নিখোঁজ

ঢাকা: নেপাল এয়ারলাইন্সের একটি প্লেন নিখোঁজ হয়ে গেছে। ১৮ জনবাহী ওই প্লেনটি প্রতিকূল ‍আবহাওয়ার কারণে নেপালের পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় বিধ্বস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



পর্যটন নগরী পোখারায় জ্বালানি নেওয়ার পর রোববার উড্ডয়ন করে প্লেনটি। কিন্তু এর কয়েক মিনিট পর যোগাযোগের বাইরে চলে যায় প্লেনটি।

প্লেনটি কাঠমান্ডু থেকে ৪০০ কিলোমিটার পশ্চিমে জুমলা শহরের ‍দিকে যাচ্ছিল। প্লেনটিতে ১৫ জন যাত্রী ও ৩ জন ক্রু ছিল।

নেপালের পশ্চিমাঞ্চলে কয়েকদিন ধরে প্রচণ্ড কুয়াশা পড়ছে। কুয়াশার কারণে যান চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

নেপালের সিভিল অ্যাভিয়েশন অথরিটি জানিয়েছে, আরগাখাছি জেলার একটি প্রত্যন্ত পাবর্ত্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে লোকজন জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।