ঢাকা: অর্থনীতির শক্তিতে বিশ্বের কে সবচেয়ে এগিয়ে? রপ্তানিতে, ভাবমূর্তিতে, বহির্বিশ্বে প্রভাব বিস্তারে, প্রযুক্তির অগ্রগতিতে কোন দেশ এখন সবার আগে? এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে কেউ একবাক্যে যুক্তরাষ্ট্রের কথাই বলবেন। কিন্তু না... নতুন সূচকে যুক্তরাষ্ট্রকে অনেক পেছনে ফেলে এখন এগিয়ে গেছে চীন।
বিবিভিএ তার সবশেষ রিপোর্টের সারসংক্ষেপে দেখিয়েছে চীন কেবল অর্থনৈতিক অগ্রগতির দেশগুলোর মধ্যে সর্বোচ্চ মূল্য দেখাচ্ছে তা নয় সংশ্লিষ্ট সবগুলো সূচকেই যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলেছে দেশটি।
এই রিপোর্টে দেখা দেছে জি-সেভেনের অন্তর্ভূক্ত দেশগুলোর অন্তত তিনটিই আর শীর্ষ সাত দেশের মধ্যে নেই। ছিটকে পড়েছে কানাডা, ফ্রান্স ও ইতালি। চীন সর্বোচ্চ অবস্থানে উঠে আসা ছাড়াও এই তালিকায় স্থান পেয়েছে সৌদি আরব ও রাশিয়া।
বিশ্বের প্রধান ১৮টি শিল্পের ৯টিই চীনের। খাদ্য উৎপাদন শিল্প ছাড়া অন্য সবগুলো শিল্পেই চীন এগিয়ে। খাদ্য উৎপাদন শিল্পে সবচেয়ে এগিয়ে ব্রাজিল। বিশ্বের টেক্সটাইল ও চামড়া শিল্পের ৩০ শতাংশই চীনের।
সূচকে চীনের পরপরই রয়েছে যুক্তরাষ্ট্রের অবস্থান। সেরা পাঁচ-এর মধ্যে এরপর রয়েছে জার্মানি, সৌদি আরব ও যুক্তরাজ্য। সেরা দশ দেশের তালিকায় জাপান, রাশিয়া, ফ্রান্স, ইটালি ও কোরিয়া অবস্থান করছে। আর শীর্ষ ২০টি শক্তিশালী দেশের তালিকা করলে ১১তম অবস্থানে রয়েছে ভারত। এরপর যথাক্রমে কানাডা, তাইওয়ান, অস্ট্রেলিয়া, স্পেন, ব্রাজিল, মেক্সিকো, থাইল্যান্ড, মালয়েশিয়া ও তুরস্ক।
পরবর্তী যে দেশগুলো শীর্ষ পর্যায়ে উঠে এসেছে এর মধ্যে রয়েছে ভিয়েতনাম, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, চিলি, আর্জেন্টিনা, ফিলিপিন্স, দক্ষিণ আফ্রিকা ও কম্বোডিয়া।
বিবিভিএ’র রিপোর্টে আরও বলা হয়েছে রাশিয়া বিশেষ করে সৌদি আরব এবারের র্যাংকিংয়ে অনেকটা সামনে এগিয়ে এসেছে। তেলের বাজারে তাদের প্রধান ভূমিকার কারণেই এমনটা হয়েছে বলে মনে করছে বিভিভিএ।
রিপোর্টে দেখা গেছে ভারত ও মেক্সিকো বিশ্ব রপ্তানিতে সমান সমান অবস্থানে রয়েছে।
বাংলাদেশ সময় ১৬১০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৪