ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অব্যাহতি নেওয়ার চিন্তা করিনি কখনো: মনমোহন সিং

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১
অব্যাহতি নেওয়ার চিন্তা করিনি কখনো: মনমোহন সিং

নয়াদিল্লি: দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কোনো চিন্তা কখনো করেননি বলে মন্তব্য করেছেন একের পর এক দুর্নীতির অভিযোগে কোণঠাসা ভারতের প্রধানমন্ত্রী মহমোহন সিং। খবর টাইমস অব ইন্ডিয়ার।



বিরোধীদের জবাব দিতে বুধবার সকালে সংবাদপত্রের সম্পাদকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। আগামী সপ্তাহে পার্লামেন্টে বাজেট অধিবেশনকে সামনে রেখে নয়াদিল্লির ৭ রেসকোর্স বাসভবনে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসেন।

এ সময় দেশের দুর্নীতির বিষয়গুলো প্রকাশে ভূমিকা রাখায় মহমোহন সংবাদ মাধ্যমগুলোর উচ্ছ্বসিত প্রশংসা করেন। ২জি স্পেকট্রাম দুর্নীতিতে মারাত্মক নৈতিক স্খলন ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তার ভূমিকা হবে ঠিক সিজারের পতœীর মতো। সব সন্দেহের উর্ধ্বে থেকে যে কোনো কমিটির প্রশ্নের মুখোমুখি হতে রাজি আছেন।

মনমোহন বেশ দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমি এখানে দায়িত্বপ্রাপ্ত। মাঝপথে এসে হালছাড়ার কোনো চিন্তা আমার নেই। আমার কখনোই মনে হয়নি যে আমার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া উচিত। ’

তিনি আরও বলেন, ইউপিএ জোট সরকারের লক্ষ্য অর্জনে এখনো অনেক কাজ বাকি আছে। সুতরাং এ লক্ষ্য অর্জনে তাকে হাল ধরে রাখতে হবে।

সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত একাধিক দুর্নীতির বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে সরকার খুবই আন্তরিক। ২জি স্পেকট্রাম, কমনওয়েলথ গেমস, আইএসআরও এবং ‘আদর্শ’ বাসভবন সংক্রান্ত দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের অবস্থান যাই হোক না কেন তাদের সনাক্ত করতে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন।

দেশের অর্থনীতি ভালভাবেই চলছে বলে দাবি করেছেন মনমোহন। তিনি বলেন, মূল্যস্ফিতি বর্তমানে একটি সমস্যা বটে। কিন্তু বিষয়টি এমনভাবে মোকাবিলা করতে হবে যাতে প্রবৃদ্ধির ধারা ক্ষতিগ্রস্ত না হয়।

অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, নিরাপত্তা বিষয়টি নিয়েও সরকার চিন্তিত। মনমোহন বলেন, ‘সন্ত্রাসের মূল হোতাদের খুঁজে বের করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সরকার সন্ত্রাস দমনে কিছু গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করতে যাচ্ছে। ’

বুধবারের কনফারেন্সটি রাষ্ট্রীয় প্রচারমাধ্যম দূরদর্শন সকাল সাড়ে ১০টা থেকে সরাসরি সম্প্রচার করে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা ফেব্রুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।