ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১০নং ডাউনিং স্ট্রিটে বিড়াল ‘কর্মকর্তা’!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১
১০নং ডাউনিং স্ট্রিটে বিড়াল ‘কর্মকর্তা’!

লন্ডন: ব্রিটেনের ১০ নং ডাউনিং স্ট্রিটের বাইরের দেউড়িতে এক অনাহূত অতিথির দেখা পাওয়া গেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এ সরকারি বাসভবনের দরজায় স্থাপিত ক্যামেরায় বেমক্কা ধরা পড়েছে এক ইঁদুর।

আর এ ক্ষুদে অতিথিকে ঘিরে বাসভবনের কর্মচারীদের ঘুম হারাম। ইঁদুরের দৃশ্যটি অবশ্য গত মাসে দু’বার ক্যামেরায় ধরা পড়ে। তবে, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন প্রথমে তা স্বীকার করতে চাননি।

সম্প্রতি এ ইঁদুরের উপদ্রুব থেকে রেহাই পেতে নিয়োগ দেওয়া হচ্ছে চারপেয়ে এক ‘কর্মকর্তা’কে। আর ইঁদুর নিধনের মোক্ষম হাতিয়ার হিসেবে যা হওয়ার কথা তাই হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনে বিশেষ দায়িত্বে মোতায়েন করা হয়েছে একটি বিড়াল। বাসায় বিড়াল রাখার বিষয়টি নিয়ে ক্যামেরন তার বড় দুই মেয়ে ন্যান্সি ও আর্থার সঙ্গে আলোচনার পরই কেবল বাইরে মুখ খুলতে রাজি হয়েছেন।

জানা যায়, ট্যাবি জাতের বিড়ালটির নাম ল্যারি, বয়স ৪। তাকে আনা হয়েছে ব্যাটারসি ডগস অ্যান্ড ক্যাটস হোম নামের একটি প্রতিষ্ঠান থেকে।

এর আগে অবশ্য একজন পেশাদার ইঁদুর শিকারিও নিয়োগ দেওয়া হয়েছিল। বাসভবনের ফাঁক-ফোকরে তিনি ফাঁদ পেতেছেন এবং বিষ মাখানো টোপ রেখে দিয়েছেন। কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় এ উদ্যোগ।

১০ নং ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনের সময় সাংবাদিকদের পায়ের ফাঁক গলে একটি ইঁদুর দৌড়ে যায় যা জাতীয় টেলিভিশনে ধরা পড়ে। ধারণা করা হচ্ছে, পার্শ্ববর্তী ১১নং ভবন সংলগ্ন ঝোপঝাড় থেকে এ ইঁদুরটি এসেছে। ওই বাড়িতে অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন থাকেন।

১৯৯৭ সালে টনি ব্লেয়ার আসার পর ইঁদুর শিকারী হামফ্রে নামের একটি বিড়ালকে অবসর পাঠানো হয়। শেরি ব্লেয়ারের আপত্তির কারণে টনি ব্লেয়ার একে বাসভবন থেকে সরিয়ে ফেলেন।

মারগারেট থ্যাচার এবং জন মেজর প্রধানমন্ত্রী থাকাকালে ১০নং ডাউনিং স্ট্রিটে হামফ্রে বসবাস করত। ইয়েস মিনিস্টার নামে কমেডি শোর একটি চরিত্রের নাম অনুসারে এ নাম রাখা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।