ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার ইসলামাবাদের প্রতি আহ্বান রেখে বলেন, পাকিস্তানি সরকারের ভিয়েনা কনভেনশন মেনে এখনই যুক্তরাষ্ট্রের কূটনীতিক রেমন্ড ডেভিসকে মুক্তি দেওয়া উচিৎ।
দুজন পাকিস্তানি নাগরিককে খুন করার অভিযোগে ইসলামাবাদের আদালতে ওই মার্কিন কূটনীতিকের বিচার চলছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বারাক ওবামা বলেন, অতীতে জেনেভা কনভেনশন মেনেই পৃথিবীর প্রত্যেক দেশ কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে এবং ভবিষ্যতেও সবার তা রাখা উচিৎ। ডেভিসের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওবামা বলেন, ‘পাকিস্তানকে আমরা শুধু জেনেভা কনভেনশনের কথা মনে করিয়ে দিতে চাই। ’
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বারাক ওবামা বলেন, ‘অন্যদেশে হলে আমাদের কোনো কূটনীতিককে সেই দেশের স্থানীয় বিচারের মুখোমুখি হতে হতো না। পাকিস্তান জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী দেশ। কাজেই কূটনৈতিক শিষ্টাচার মেনেই দেশটি আমাদের কূটনীতিককে মুক্তি দেবে। ’
রেমন্ড ডেভিস (৩৬) ২৭ জানুয়ারি আটক হন। তার বিরুদ্ধে লাহোর বাজারে দ্জুন সাধারণ পাকিস্তানিকে হত্যার অভিযোগ আনা হয়। ডেভিস অবশ্য বলেছেন, তিনি আত্মরক্ষার জন্য তাদের ওপর হামলা চালান।
যুক্তরাষ্ট্র দাবি করেছে কূটনীতিক হওয়ার কারণেই ডেভিস মুক্তি পাবেন। কিন্তু পাকিস্তান এই দাবি প্রত্যাখান করে বলেছে, তা ঠিক করবে আদালত।
এই অচলাস্থার মধ্যেই মঙ্গলবার পাকিস্তানের পথে রওনা দিয়েছেন সিনেটর জন কেরি। ডেভিসের বিষয়ে বারাক ওবামার বার্তা নিয়েই তিনি এই সফরে আসছেন।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১