ডারউইন: অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটোরির রাজধানী ডারউইনে মঙ্গলবার আঘাত হানা ঘূর্ণিঝড় কার্লোসের কারণে আবহাওয়া পরিস্থিতি বুধবার আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ঘণ্টায় শতাধিক কিলোমিটার বেগে চলা ঝড়টি আরও তীব্র হবে না বলেও আশা প্রকাশ করছেন আবহাওয়াবিদরা।
অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ডারউইনে উপকূল ও টিউয়ি দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড়টির সঙ্গে প্রবল বন্যা দেখা দিয়েছে। প্রধান মহাসড়কগুলোর ওপর দিয়ে প্রায় আধা মিটার উচ্চতার বন্যার পানি দেখা দিয়েছে এবং এ উচ্চতা বাড়ছে। তবে আবহাওয়াবিদ মার্ক কেরসেমেকারস বলেন, মনে হচ্ছে ঝড়টি আর তীব্র হবে না।
তিনি বলেন, ‘ঝড়টি এই অঞ্চল ঘেঁষেই দক্ষিণ-পশ্চিম দিকে ধেয়ে যাচ্ছে। তবে ঠিক আন্তর্জাতিক জলসীমার দিকে তা যাচ্ছে না। ’ ঝড়ে তেমন ক্ষয়ক্ষতির না ঘটলেও গাছ পড়ে একটি বাড়ি ধসে পড়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার ৪০০ মিলিমিটার উচ্চতার বৃষ্টিপাত ও শক্তিশালী ঝড়ে ডারউইন জুড়ে গাছপালা ভেঙে পড়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
নর্দার্ন টেরিটোরির মুখ্যমন্ত্রী পল হেন্ডারসন বলেন, কার্লোসের কারণে বুধবার রাতে আবহাওয়া আরও খারাপ হতে পারে। তিনি স্থানীয় অধিবাসীদের শান্ত ও নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন। অধিবাসীদের উদ্দেশে বলেন, ‘আপনারা রাস্তায় বের হবেন না। পর্যটন স্থানগুলোয় গাড়ি চালাবেন না। বাড়িতে থাকাই আপনার জন্য সবচেয়ে নিরাপদ। আরও ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত হবে। ’
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১