মানামা: বাহরাইনের রাজধানী মানামাতে সরকার বিরোধী বিক্ষোভে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে দুইজন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার নিহতের আত্মীয় এবং বিরোধীরা এ কথা জানিয়েছেন।
বিরোধী শিয়া দলের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী মানামার কেন্দ্রস্থলে টিয়ারগ্যাস, রাবার বুলেট ছোড়ে। পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ সময় দুই জন নিহত হন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কা জনক।
এর আগেও দুইজন বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত এবং অর্ধশতাধিক আহত হন।
বিক্ষোভকারীরা দেশটির সাংবিধানিক সংস্কার, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং নাগরিক অধিকার খর্ব করার প্রতিবাদে চারদিন ধরে আন্দোলন করছে।
পুলিশের অভিযানের পরও হাজার হাজার বিক্ষোভকারী জমায়েত হয়ে শহরের পার্ল চত্বরে সারারাত অবস্থান করেন।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১