হ্যানয়: ভিয়েনামের কুয়াং নিন প্রদেশের হালং উপসাগরে একটি পর্যটকবাহী নৌকা ডুবে বৃহস্পতিবার ১২ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের ১০ জনই অন্যদেশের নাগরিক বলে একজন কর্মকর্তা জানান।
কুয়াং নিন প্রদেশের উর্ধ্বতন কর্মকর্তা ভু ভন থিন বলেন, ‘দুর্ঘটনায় নয়জন পর্যটক এবং ছয়জন নাবিক বেঁচে গেছেন’।
ভিয়েতনামের একজন প্রাদেশিক গভর্নর জানান, নৌকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, ডেনমার্ক ও সুইডেনের নাগরিক ছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জীবিতরা আতঙ্কিত হয়ে পড়েছেন। মৃতদের পরিচয় এখনো জানা যায়নি। তিতভ দ্বীপের কাছে দুঘর্টনা কবলিত নৌকাটিতে ২১ জন বিদেশি পর্যটক ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা,ফেব্রুয়ারি ১৭, ২০১১