ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ভিয়েতনামে নৌকাডুবিতে ১২ পর্যটক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২১, ফেব্রুয়ারি ১৭, ২০১১
ভিয়েতনামে নৌকাডুবিতে ১২ পর্যটক নিহত

হ্যানয়: ভিয়েনামের কুয়াং নিন প্রদেশের হালং উপসাগরে একটি পর্যটকবাহী নৌকা ডুবে বৃহস্পতিবার ১২ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের ১০ জনই অন্যদেশের নাগরিক বলে একজন কর্মকর্তা জানান।



কুয়াং নিন প্রদেশের উর্ধ্বতন কর্মকর্তা ভু ভন থিন বলেন, ‘দুর্ঘটনায় নয়জন পর্যটক এবং ছয়জন নাবিক বেঁচে গেছেন’।

ভিয়েতনামের একজন প্রাদেশিক গভর্নর জানান, নৌকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, ডেনমার্ক ও সুইডেনের নাগরিক ছিল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জীবিতরা আতঙ্কিত হয়ে পড়েছেন। মৃতদের পরিচয় এখনো জানা যায়নি। তিতভ দ্বীপের কাছে দুঘর্টনা কবলিত নৌকাটিতে ২১ জন বিদেশি পর্যটক ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা,ফেব্রুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।