ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সোমালি জলদস্যুর ৩৩ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, ফেব্রুয়ারি ১৭, ২০১১
সোমালি জলদস্যুর ৩৩ বছরের কারাদণ্ড

নিউইয়র্ক: সোমালিয়ার জলদস্যু আবদিবালি আবদিকাদির মুসাকে বুধবার ৩৩ বছর নয় মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ২০০৯ সালে সোমালিয়ার উপকূল থেকে একটি মার্কিন জাহাজ ছিনতাই করার অভিযোগে তাকে এই শাস্তি দেওয়া হয়।



যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের নিম্ন আদালত বিচার শেষে এই রায় ঘোষণা করেন। আইনজীবীরা মায়েরস্ক অ্যালাবামা জাহাজে হামলা চালানোর জন্য আবদিবালিকে দেশে প্রচলিত সর্বোচ্চ সাজা ৩৪ বছর কারাদণ্ড দেওয়ার দাবি জানান।

জাহাজটি সোমালিয়ার দুর্গত মানুষের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় জলদস্যুদের হাতে আটক হয়।

২০০৯ সালের এপ্রিল মাসে সোমালিয়ার জলসীমায় মার্কিন নৌবাহিনী অভিযান চালালে কয়েকজন জলদস্যু নিহত হয়। এ সময় আবদিবালিসহ পাঁচ জলদস্যুকে জীবিত আটক করা হয়। আটক করে বিচারের আগ পর্যন্ত তাদের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে রাখা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।