ভুবনেশ্বর: ভারতের উড়িষ্যা রাজ্যের কালেক্টরকে অপহরণ করেছে মাওবাদী বিদ্রোহীরা। রাজ্যের পুলিশ এ কথা জানিয়েছে।
মালকানগিরির জেলা কালেক্টর বিনীল কৃষ্ণা আরও তিন জনকে সঙ্গে নিয়ে একটি সরকারি প্রকল্পে যাওয়ার পথে মাওবাদীরা তাদের রাস্তা আটকে দাঁড়ায়।
মাওবাদীরা জেলা কালেক্টরের মুক্তির জন্য শর্ত আরোপ করে জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে কারাগারে আটক মাওবাদীদের মুক্ত করে দিলে কালেক্টরকে ছেড়ে দেওয়া হবে।
ভারতের বিভিন্ন রাজ্যে মাওবাদীদের সঙ্গে ভারতীয় সেনাদের যুদ্ধ চলছে। মাওবাদীরা বলেছে, তাদের এ যুদ্ধ গরিবদের অধিকার আদায়ের জন্য।
মাওবাদবিরোধী অভিযানের প্রধান সঞ্জীব মারিক বিবিসিকে বলেন, তারা এখনও জেলা কালেক্টরের সঙ্গে কোনও যোগাযোগ করতে পারেননি। তার মুক্তির জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন।
বাংলাদেশ সময় ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫