নিউইয়র্ক: সোমালিয়ার জলদস্যু আবদিবালি আবদিকাদির মুসাকে বুধবার ৩৩ বছর নয় মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ২০০৯ সালে সোমালিয়ার উপকূল থেকে একটি মার্কিন জাহাজ ছিনতাই করার অভিযোগে তাকে এই শাস্তি দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের নিম্ন আদালত বিচার শেষে এই রায় ঘোষণা করেন। আইনজীবীরা মায়েরস্ক অ্যালাবামা জাহাজে হামলা চালানোর জন্য আবদিবালিকে দেশে প্রচলিত সর্বোচ্চ সাজা ৩৪ বছর কারাদণ্ড দেওয়ার দাবি জানান।
জাহাজটি সোমালিয়ার দুর্গত মানুষের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় জলদস্যুদের হাতে আটক হয়।
২০০৯ সালের এপ্রিল মাসে সোমালিয়ার জলসীমায় মার্কিন নৌবাহিনী অভিযান চালালে কয়েকজন জলদস্যু নিহত হয়। এ সময় আবদিবালিসহ পাঁচ জলদস্যুকে জীবিত আটক করা হয়। আটক করে বিচারের আগ পর্যন্ত তাদের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে রাখা হয়।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১