মানামা: বাহরাইনের মানামা স্কয়ারে দাঙ্গা পুলিশের রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের আঘাতে সরকারবিরোধী চার বিক্ষোভকারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে পুলিশের আকস্মিক হামলায় হতাহতের এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও বিরোধীরা জানিয়েছেন।
স্থানীয় সময় ভোর তিনটায় পুলিশের এ আকস্মিক হামলায় ৯৫ জনেরও বেশি বিক্ষোভকারী আহত হয়েছেন বলে জানা যায়। এসময় আতঙ্কিত বিক্ষোভকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
ফাদেল আহমেদ (৩৭) নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘তারা যে স্কয়ারে হামলা করেন সেখানে শত শত মানুষ তাবু টানিয়ে সারা রাত অবস্থান করছিলেন। ’
হামলার তিন ঘণ্টা পরও আহতদের শহরের প্রধান হাসপাতাল সালমানিয়াতে নিয়ে যেতে দেখা যায়। এসময় হাসপাতালের বাইরে হামলার শিকার ব্যক্তিদের আত্মীয়দের ক্রন্দনরত অবস্থায় দেখা যায়। হামলার ঘটনায় তারা ক্ষুব্দ প্রতিক্রিয়া জানান।
একইসঙ্গে এ ঘটনায় ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়ে শিয়া সদস্যদের নিয়ে গঠিত দেশটির প্রধান বিরোধী দলের নেতা বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশে এটি একটি নৃশংস ও অন্যায় হামলা। ’
ইসলামিক অ্যাকোর্ড অ্যাসোসিয়েশনের (আইএনএএ) প্রধান শেখ আলি সালমান বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘এ হামলার ঘটনা ছিলো একটি ভুল সিদ্বান্ত এবং এর ফলে বাইরাইনের স্থিতিশীলতায় বিপর্যয় নেমে আসবে। ’
কোনো ধরনের ইঙ্গিত না দিয়ে রাবার বুলেটের সাহায্যে দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলি চালায় বলে আইএনএএ থেকে অভিযোগ করা হয়।
তিউনিসিয়া ও মিশরের বিক্ষোভ থেকে উদ্বুদ্ধ হয়ে বাহরাইনেও সোমবার থেকে হাজার হাজার জনতা সরকার বিরোধী বিক্ষোভ শুরু করে। অব্যাহত এ বিক্ষোভে বৃহস্পতিবার পর্যন্ত মোট ছয়জন নিহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১