ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন কূটনীতিকের মামলা স্থগিত করেছে পাকিস্তানের আদালত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১
মার্কিন কূটনীতিকের মামলা স্থগিত করেছে পাকিস্তানের আদালত

লাহোর: পাকিস্তানের আদালত বৃহস্পতিবার মার্কিন কূটনীতিকের মামলা আগামী ১৪ মার্চ পর্যন্ত স্থগিত করেছে। এর মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র- পাকিস্তানের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও দীর্ঘায়িত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তানে নিয়োজিত রেইমন্ড ডেভিস নামের মার্কিন কূটনীতিক ২৭ জানুয়ারি পাকিস্তানের লাহোর শহরের রাস্তায় দিনের আলোয় দুজনকে গুলি করে হত্যা করেন। তবে তিনি আত্মরক্ষার্থে গুলি চালান বলে প্রথম থেকেই দাবি করে আসছেন। একইসঙ্গে ওয়াশিংটন থেকেও তাকে পুরো কূটনীতিক সহযোগিতা দেওয়া হচ্ছে।

লাহোর উচ্চ আদালতের প্রধান বিচারক ইজাজ মোহাম্মদ চৌধুরি বলেন, ‘রেইমন্ড ডেভিসের অবস্থা জানাতে সহকারী অ্যার্টনি জেনারেল তিন সপ্তাহের সময় চেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে এ মামলাটি আগামী ১৪ মার্চ পর্যন্ত স্থগিত করা হলো। ’

তবে আদালতের রায় সম্পর্কে রাজনৈতিক বিশ্লেষক হাসান আসকারি বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘এর মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় যে সরকার এখনও অনিশ্চয়তা, দ্বিধা অব্যাহত রাখছে। ’

‘তারা মামলাটি বিলম্বিত করার চেষ্টা করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বজায় রাখতে এ সমস্যা সমাধানের পথ খুঁজছে। কিন্তু যতই বিলম্ব করা হবে সমস্যা এবং সন্দেহ ততই বাড়বে। ’

ঘটনার সময় ডেভিস কেন গুলি ভর্তি অস্ত্র এবং জিপিএস স্যাটেলাইট ট্রাকিং যন্ত্র বহন করছিলেন তা এখনও অনেক পাকিস্তানীর কাছেই পরিষ্কার নয়। এছাড়া মার্কিন কর্তৃপক্ষ এখনও তার নাম বা পেশা কি তা পরিষ্কার করেনি।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।