ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাহরাইনে সরকারের পদত্যাগের দাবি বিক্ষোভকারীদের বিশ্ব নেতাদের উদ্বেগ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১
বাহরাইনে সরকারের পদত্যাগের দাবি বিক্ষোভকারীদের বিশ্ব নেতাদের উদ্বেগ প্রকাশ

মানামা: বাহরাইনের বিরোধীরা দেশটির সরকারের পতনের দবি জানিয়েছেন। দেশটিতে সরকার বিরোধীদের উপর পুলিশের হামলার পরিপ্রেক্ষিতে এ দাবি জানানো হয় বলে বিরোধী শিয়া দল বৃহস্পতিবার জানিয়েছে।



আল- ওয়েফাকের নেতা আলি সালমান বলেন, ‘আল- ওয়েফাকসহ বিরোধী দলগুলো সরকারের পদত্যাগ ও এবং এ হত্যাকান্ডের তদন্তে নতুন সরকার গঠনের দাবি জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। ’

সালমান আরও বলেন, ‘বিরোধীরা ক্ষমতার শান্তিপূর্ণ রূপান্তর ও সাংবিধানিক শাসনব্যবস্থার জন্য সংবিধান সংস্কারের দাবি জানিয়েছেন। ’

বুধবার সালমান বলেন, ‘সরকারের অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত হওয়া উচিত। কেননা যথাযোগ্য সরকার নির্বাচনের অধিকার একমাত্র জনগণেরই আছে। ’

১৯৭১ সালে স্বাধীনতার পর থেকেই রাজা হামিদের চাচা শেখ খলিফা দেশটিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

বাহরাইনের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার জাতিসংঘ মহাসিচিব বান কি মুন দমনের পরিবর্তে সংস্কারের আহ্বান জানান।

জাতিসংঘে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জনগণের ক্ষমতায়ন, দায়িত্বশীল সরকার এবং সার্বিকউন্নয়নের মধ্য দিয়ে ক্রমবর্ধমান অগ্রগতি সম্ভব। ’

এদিকে বৃহস্পতিবার ফোনে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আল- খলিফার সঙ্গে আলাপকালে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন।

এ সময় তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বনা জানান বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানান।

এদিকে পুলিশের সহিংসতায় চার বিক্ষোভকারী নিহত হওয়ার পর বৃহস্পতিবার মানামা স্কয়ারে ভারী যান মোতায়েন করাসহ সেনাবাহিনীর তরফ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করারও অঙ্গীকার করা হয়েছে।

তবে বিক্ষোভকারীদের উপর দাঙ্গা পুলিশের আকস্মিক হামলার প্রতিবাদে সংসদ থেকে পদত্যাগ করার পরিকল্পনার কথা জানিয়েছে দেশের বিরোধী শিয়া দল।

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর তিনটায় বাহরাইনের মানামা স্কয়ারে দাঙ্গা পুলিশের আকস্মিক হামলায় সরকারবিরোধী চার বিক্ষোভকারী নিহত ও ৯৫ জনেরও বেশি আহত হন। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে মানামা স্কয়ারে নিরাপত্তা বাহিনী মোতায়েনসহ রাস্তা বন্ধ করে তল্লাশি কেন্দ্র বসানো হয়। এ সময় স্কয়ারে ডজনের বেশি সেনা যানের উপস্থিতি লক্ষ্য করা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এক বিবৃতিতে এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘দেশে নিরাপত্তা ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে প্রতিরক্ষা বাহিনী প্রয়োজনীয় সব ব্যবস্থা হাতে নিয়েছে। ’

তবে একইসঙ্গে জনগণকে বাহরাইনের গুরুত্বপূর্ণ স্থানে জড়ো না হওয়ারও আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।