নিকোসিয়া: লিবায়ায় সরকার বিরোধী বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। দেশটির উপকূলীয় বেঙ্গহাজি শহরে বৃহস্পতিবার হতাহতের এ ঘটনা ঘটে বলে বিরোধীদের এক ওয়েবসাইট সূত্রে জানা যায়।
আল- ইয়ুম এবং আল- মানারা ওয়েবসাইট ছয় জনের নিহতের বিষয়টি নিশ্চিত করে। এর মধ্যে বেঙ্গহাজি থেকে ২০০ কিলোমিটার পূর্বের আল- বাইদা শহরেই কমপক্ষে চারজন নিহত হয়েছেন বলে নিকোসিয়া ভিত্তিক ওয়েবসাইটটি নিশ্চিত করে।
তবে সংঘর্ষে নিহতের সংখ্যা দুজন বলে কুরাইনা সংবাদপত্র জানায়। এ সংবাদপত্রটির সঙ্গে লিবিয়ার শাসক মুয়ামের গাদ্দাফির ছেলে সাইফ আল- ইসলামের ঘনিষ্ঠ যোগাযোগ আছে।
এদিকে বেঙ্গহাজি শহরের আদালতের সামনে সংবিধানের দাবি জানিয়ে আইনজীবীরা আলাদাভাবে বিক্ষোভ করেন বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১