ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে হাজার হাজার বিক্ষোভকারীর প্রতিবাদ অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১
মিশরে হাজার হাজার বিক্ষোভকারীর প্রতিবাদ অব্যাহত

কায়রো: মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতন উদযাপনে শুক্রবার হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে জড়ো হয়েছেন। এ সময় একইসঙ্গে নতুন সেনা শাসকদের সংস্কারের জন্য করা অঙ্গীকার বাস্তবায়নের জন্যও চাপ দেন তারা।



শুক্রবার জুমার নামাজের পর তাহরির স্কয়ারে লোক সমাগম আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মোবারক বিরোধী বিক্ষোভে রাজধানী কায়রোর শহরতলির এ স্থানটিই ছিলো বিক্ষোভের মূল কেন্দ্র।

নতুন করে শুরু হওয়া এ বিক্ষোভে গণতান্ত্রিক দল দ্য কোয়ালিশন অব দ্য রেভল্যুশনারি ইয়ুথ শহীদদের স্মরণে আরও বড় আকারের পদযাত্রার আহ্বান জানায়। একইসঙ্গে আটকদের মুক্ত করার জন্য দেশটির ক্ষমতায় থাকা সেনাবাহিনীকে চাপ দেন বিক্ষোভকারীরা।

এছাড়া আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া, নিহতদের তদন্ত ও বর্তমান তত্ত্ববধায়ক সরকারের দ্রুত পরিবর্তনসহ অন্যান্য রাজনৈতিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ অব্যাহত থাকবে বলেও ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে বিক্ষোভকারীদের জোট থেকে জানানো হয়।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র মতে, ১৮ দিনের বিক্ষোভে দেশটিতে কমপক্ষে ৩৬৫ জন নিহত ও ৫ হাজার ৫০০ জন আহত হন।

বিক্ষোভের সময় থেকে শত শত মানুষ নিখোঁজ বলে মানবাধিকার দল থেকে জানানো হয়। মিশরের সেনাবাহিনী তাদের আটক করে নির্যাতন করছে বলে অভিযোগ আছে।

আরব নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস ইনফরমেশনের প্রধান এবং আইনজীবী গামাল ইদ বলেন, ‘শত শত মানুষকে আটকে রাখা হয়েছে, কিন্তু তাদের সঠিক সংখ্যা সম্পর্কে আমরা এখনও নিশ্চিত নই। সেনাবাহিনী এসব ব্যক্তিকে আটক করে রেখেছে। ’

আটক ব্যক্তিদের নির্যাতন করা মানবাধিকারের চরম লঙ্ঘন বলে বৃহস্পতিবার অ্যামিনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সেনাবাহিনীকে বন্দীদের উপর নির্যাতন বন্ধের আহ্বান জানানো হয় ।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।