নয়াদিল্লি: ভারতের বিরোধী দল বিজেপির জ্যেষ্ঠ নেতা এল কে আদবানি ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে ক্ষমা চেয়েছেন। এর আগে বিজেপির একটি টাস্কফোর্সে প্রতিবেদনে অভিযোগ করেছিলেন, সোনিয়া গান্ধী ও তার স্বামী রাজীব গান্ধীর নামের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে।
বিদেশি ব্যাংকে ভারতীয়রা কালো টাকা জমা রেখে এমন খবর প্রকাশের পর এই ঘটনার তদন্তে বিজেপি একটি টাস্কফোর্স গঠন করে। ওই টাস্কফোর্সের প্রতিবেদন প্রকাশের পর আদবানি এ মন্তব্য করে বলেন, সোনিয়া গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সুইস ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে।
এরপর সোনিয়া এই অভিযোগ অস্বীকার করে আদবানির কাছে একটি চিঠি লেখেন। এই চিঠির প্রত্যুত্তরে আদবানি সোনিয়ার কাছে টাস্কফোর্সের প্রতিবেদনে তাদের নাম থাকায় গভীর অনুতাপ প্রকাশ করেন এবং ক্ষমা চান।
আদবানি এও বলেন, জনসম্মুখে গান্ধী পরিবারের এ অভিযোগ অস্বীকার করে বিবৃতি দেওয়া উচিৎ। তিনি বলেন, টাস্কফোর্সের প্রতিবেদনে গান্ধী পরিবারের নাম রাখা ঠিক হয়নি। চার সদস্য বিশিষ্ট ওই টাস্কফোর্সের কমিটিতে রয়েছেন, এস গুরুমূর্তি, সাবেক আইবি পরিচালক অজিত দয়াল, প্রফেসর বিদ্যানাথন ও মহেষ জেঠমালানি। কমিটির রিপোর্টে ২৫ লাখ কোটি ভারতীয় রুপি সুইস ব্যাংকে রয়েছে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১