ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জ্যাকসনের সম্পত্তি থেকে আয় ৩১ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১
জ্যাকসনের সম্পত্তি থেকে আয় ৩১ কোটি ডলার

লন্ডন: মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর তার সম্পত্তি থেকে এ পর্যন্ত ৩১ কোটি মার্কিন ডলার আয় হয়েছে। ২০০৯ সালের জুনে মাত্রাতিরিক্ত ব্যথানাশক ওষুধ সেবনের পার্শ্বপ্রতিক্রিয়ায় বিশ্বখ্যাত এ পপস্টার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাসায় মারা যান।



জ্যাকসনের সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন বাণিজ্য এবং রয়্যালটি থেকে বিপুল পরিমাণ এ অর্থ উপার্জিত হয় বলে জানা যায়। এর মধ্যে মৃত্যুর আগে লন্ডনে অনুষ্ঠেয় মাইকেল জ্যাকসনের অনুষ্ঠান ‘দ্য ওটু’ এর অনুশীলন নিয়ে নির্মিত ছবি ‘দিস ইজ ইট’ থেকেই ২৬ কোটি ১ লাখ মার্কিন ডলার আয় হয়।

এছাড়াও মুক্তি পাওয়া বিভিন্ন গানের আবারও মুক্তি এবং এর আগে না শোনা গান মুক্তি দিয়েও প্রচুর অর্থ আয় হয়।     

জ্যাকসনের মৃত্যুর আগে বিভিন্ন ঋণদাতার কাছে তার ঋণের পরিমাণ ছিলো ৪০ কোটি ডলার। কিন্তু মৃত্যুর পর জ্যাকসনের সম্পত্তি থেকে উপার্জিত অর্থের সাহায্যে এরইমধ্যে ১৫ কোটি ৯ লাখ ডলার ঋণ পরিশোধ করা সম্ভব হয়েছে।

একইসঙ্গে উপার্জিত এ অর্থের সাহায্যে ক্যালিফোর্নিয়ার নেভারল্যান্ড খামার বাড়ির সংস্কার কাজ করাসহ তার মা ক্যাথরিন এবং তিন সন্তান প্রিন্স মাইকেল (১৩), প্যারিস (১২) এবং ব্লাংকেট নামে পরিচিত নয় বছর বয়সী দ্বিতীয় প্রিন্স মাইকেলকে সাহায্য করা হচ্ছে।

এর মধ্যে শুধু ২০১০ এর জুন এবং জুলাই মাসেই পারিবারিক অবকাশ যাপনের জন্য এক লাখ ১৫ হাজার ডলার ব্যয় করা হয়েছে বলে আদালতের দলিলপত্রে জানা যায়।

এছাড়া অর্থ পরিশোধ করে হ্যাইভেনহার্স্টে জ্যাকসনের পারিবারিক বাড়ি বন্ধক থেকে ছাড়িয়ে আনাসহ ক্যাথরিনকে নতুন গাড়ি কিনে দেওয়ার মতো অনেক কাজই করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।