ইউনান: চার বছর ধরে মাথাব্যথার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত মাথার খুলির ভেতর থেকে ১০ সেন্টিমিটার দৈর্ঘ্যরে একটি ছুরি পাওয়া গেল।
চীনের ইউসি শহরের পিপলস হসপিটালের ডাক্তাররা বলছেন, মাথ্যাব্যথা নিয়ে লি ফু ওরফে নি চিকিৎসা আসলে তারা এটা আবিষ্কার করেন। প্রথমে ভাবা হয়েছিল এটা কানের কোনো রোগ।
নিজের পুরো পরিচয় প্রকাশে অনিচ্ছিুক নি চার বছর আগে ডাকাতের সঙ্গে সংঘর্ষে একটি লিপ্ত হন। এরপর থেকেই মাথাব্যথা শুরু হয়। ভেবেছিলেন, ওই ডাকাতের আঘাতের ফলেই তার স্থায়ী মাথাব্যথার শুরু।
সিটি স্ক্যান করে তার মাথায় ওই ছুরিটি পরিষ্কার দেখা যায়। ওই ছবি ও নির অবিশ্বাস্য বেঁচে থাকার গল্প হাসপাতালটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
ডাক্তার জু ওয়েন বলেন, বাইরে কোনো আঘাতের চিহ্ণ দেখা যায়নি। নির নিচের চোয়াল দিয়ে ছুরিটি কিভাবে ভেতরে গেল তারও ব্যাখ্যা পাওয়া যায়নি।
এর ফলে নির গলার স্বর কর্কশ হয়ে যায়। মাঝে মাঝে কথা বলতেও কষ্ট হয়। নির দাবি, এর আগে ডাক্তাররা তার অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তারা কেউই তার মাথাব্যথার কারণ বের করতে পারেননি। নি বলেন, ব্যথা কমানো জন্য তিনি মাথায় ও কানে ইনজেকশন নিতেন।
সরিয়ে ফেলা ছুরিটিতে মরচে পড়ে গেলেও তার সংরক্ষিত রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১