ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

উইলিয়াম-কেটের বিয়েতে ডাচেস অব ইয়র্ক আমন্ত্রণ পাচ্ছেন না

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, ফেব্রুয়ারি ১৯, ২০১১
উইলিয়াম-কেটের বিয়েতে ডাচেস অব ইয়র্ক আমন্ত্রণ পাচ্ছেন না

লন্ডন: ব্রিটিশ রাজপরিবারের সাম্প্রতিক সর্বাধিক আলোচিত ঘটনা প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ে। আর এ জৌলুসপূর্ণ আয়োজনে আমন্ত্রণ পাচ্ছেন না স্বয়ং প্রয়াত প্রিন্সেস ডায়ানার ঘনিষ্ট বান্ধবী ডাচেস অব ইয়র্ক সারা।



রাজপরিবারের সঙ্গে ঘনিষ্ট ব্রিটেনের সব পরিবারকে ঘটা করে দাওয়াত দেয়া হলেও রাজপরিবারের এ সাবেক সদস্য বঞ্চিত হচ্ছেন। খবর দ্য টেলিগ্রাফ।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে উইলিয়াম-কেট এর রাজকীয় এ বিয়ে অনুষ্ঠানে ডাচেস অব ইয়র্ক আমন্ত্রীত নন। যদিও বিয়েতে তার দুই মেয়ে প্রিন্সেস বিট্রিচ এবং ইউগেনি সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিথিদের মধ্যে অন্যতম হিসেবে উপস্থিত থাকবেন।

ডিউক অব ইয়র্কের সাবেক পতিœ সারার মুখপাত্র তার আমন্ত্রীত না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ডাচেস অব ইয়র্ক বিয়ে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। আর তাকে আমন্ত্রণ জানানো হবে বা তিনি অনুষ্ঠানে যোগ দিবেন এমনটি আশা কখনোই করা হয় নি। ডাচেস অব ইয়র্ক এ সময় দেশের বাইরে থাকবেন।

১৯৯২ সালে স্বামী প্রিন্স অ্যান্ড্রের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঠিক ৭ মাসের মাথায় সারা একটি ব্রিটিশ ট্যাবলয়েডে বক্ষ উন্মুক্ত করে পোজ দিয়েছিলেন। ছবিতে দেখা যায় এ সময় তার অর্থ উপদেষ্টা জন ব্রায়ান তার পায়ের আঙ্গুলে চুমু দিচ্ছেন। এ ঘটনার পর থেকেই তিনি রাজ পরিবারে উপেক্ষার পাত্রতে পরিণত হয়েছেন।

ভারতীয় ব্যবসায়ীর ছদ্মবেশে একজন অনুসন্ধানি সাংবাদিককে সাবেক স্বামীর সঙ্গে দেখা করিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই সাংবাদিকের কাছ থেকে তিনি ৫ লাখ পাউন্ড নিয়েছিলেন।

পরে অপরাহ উইনফ্রের সঙ্গে একটি টিভি শোতে তিনি জানান, উৎকোচ গ্রহণের সময় তিনি মাতাল ছিলেন। অতিরিক্ত মদ্যপান হেতু ওই রকম একটি জঘন্য কাজে জড়িয়ে পড়েছিলেন।

বাংলাদেশ সময়: ১১:৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।