ওয়াশিংটন: ইসরায়েলি সরকারের বসতি নির্মাণ অবৈধ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ইসরায়েলি বসতি নির্মাণকে অবৈধ ঘোষণার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার আগে আগেই তিনি মন্তব্য করেন।
শুক্রবার রাতে সাংবাদিক ক্রিস্টিন আমানপোরকে দেওয়া একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ক্লিনটন বলেন, ‘আমার মনে হয়, বলার মতো একটি বিষয় অত্যন্ত পরিষ্কার: প্রথমত বহু বছর ধরেই মাকির্ন নীতি হচ্ছে স্থাপনা (ইসরায়েলি) অবৈধ। একইসঙ্গে ওবামা প্রশাসনের চলমান লক্ষ্য ও সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে ইসরায়েলি ও ফিলিস্তিনি রাষ্ট্রের সংকট সমাধানে কাজ করে যাওয়া। ’
যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার পর জাতিসংঘের প্রস্তাব ব্যর্থ হয়। যদিও জাতিসংঘের এ প্রস্তাবের পক্ষে বাকি ১৪টি দেশের সমর্থন ছিল।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১