নিউইয়র্ক: লিবিয়ায় সরকার বিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৮৪ জন নিহত হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির শাসন ব্যবস্থার বিরুদ্ধে গত দিন দিন ধরে বিক্ষোভ চলছে লিবিয়ায়।
লিবিয়ার সরকারের জরুরি ভিত্তিতে এই শান্তিকামী বিক্ষোভকারীদের ওপর সরকারের সশস্ত্র বাহিনীর অতর্কিত হামলা বন্ধ করা উচিৎ।
হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার পরিচালক জো স্টর্ক বলেন, গাদ্দাফির নিরাপত্তাবাহিনী লিবিয়ার জনগণের ওপর সরাসরি গুলি চালাচ্ছে। জবাবদিহিতা এবং পরিবর্তনের দাবি জানানোর কারণে তাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে।
বাংলাদেশ সময় ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১