ঢাকা: প্রেমিকার ইচ্ছে ছিল প্রেমিকের সঙ্গে হলে গিয়ে সিনেমা দেখবেন। কিন্তু দু’জনের জন্য হলের দু’টি টিকিট কেনার সামর্থ্য ছিল না প্রেমিকের।
সাত বছর পর তিনি বিপরীত বিত্তের বাসিন্দা হয়ে গেছেন। শুধু তাই নয়, দু’টি মাত্র টিকিট কিনতে অসমর্থ্য ব্যক্তি সাত বছরের ব্যবধানে হয়ে গেলেন রীতিমত বিপুল বিত্ত-বৈভবের মালিক।
চীনা সংবাদ মাধ্যমগুলো জানায়, হু জিংয়ুন নামে অভিমানী ওই প্রেমিক শুক্রবার ৪০ হাজার ডলারের বিনিময়ে ‘টান্সফর্মারস’ মুভির জন্য স্থানীয় আইএমএক্স সিনেমাসের চারটি হলই বরাদ্দ করে দিয়েছেন। উদ্দেশ্য, ছেড়ে যাওয়া প্রেমিকাকে বোঝানো-সাত বছর আগে দরিদ্র বলে তাকে ছেড়ে যাওয়া ঠিক হয়নি।
হু জিংয়ুন বলেন, ২০০৭ সালে আমরা দু’জনই কলেজের চতুর্থ বর্ষে পড়তাম। একদিন ওর সিনেমা দেখার ইচ্ছে থাকা সত্ত্বেও দেখতে পারিনি আমরা। কারণ দু’টি টিকিট কেনারও সামর্থ্যও ছিল না আমার। এর জেরে সে চলে গেল।
তিনি বলেন, গত সাত বছর আমি কঠোর পরিশ্রম করেছি। আজ আমার অনেক বেতন। তাই বেইজিং আইএমএক্স সিনেমা হলের ২৭ জুনের সবগুলো সিট বুক করে ফেলেছি। এতে আমার খরচ হয়েছে পুরো মাসের বেতনের অর্ধেক।
চলচ্চিত্রের গল্পের মতো চলচ্চিত্রকেন্দ্রিক এই ঘটনা নিয়ে চীনা সংবাদ মাধ্যমে রীতিমত হইচই শুরু হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, জুন ২৭, ২০১৪