ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে চার্জ গঠন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৪
আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে চার্জ গঠন

আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট আমাডো বৌদুউর বিরুদ্ধে দুর্নীতি মামলায় চার্জ গঠন করা হয়েছে। অর্থমন্ত্রী থাকাকালে আর্জেন্টিনার মুদ্রা ছাপানোর কাজ তার নিয়ন্ত্রনাধীন একটি কোম্পানিকে পাইয়ে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হলো।



এর আগে আদালতে দীর্ঘ সাতঘণ্টা তাকে জেরা করেন বিচারক। তদন্তে দোষী সাব্যস্ত হলে বৌদুউ’র ছয় বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। একসময় বৌদুউকে প্রেসিডেন্ট ফার্নান্দেজের উত্তরসূরি ভাবা হতো।



তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বরং সমালোচকরা যে তার পদত্যাগ দাবি করেন, সেটিও উড়িয়ে দিয়েছেন।

বিচারক জানান, বিচার চলাকালীন সময়ে তাকে কারাগারে থাকতে হবে না। এই ঘটনায় আরো পাঁচজনের বিরুদ্ধেও চার্জ গঠন করা হয়েছে।

বৌদুউ’র মালিকানাধীন কোম্পানির নাম কিকোনে কালকোগ্রাফিকা। গত তিন বছর ধরে কোম্পানিটির বিরুদ্ধে তদন্তে চলছে। ২০১০ সালে ব্যাংকঋণে জর্জরিত হওয়ার পর বৌদুউ কোম্পানিটি কিনে নেন। এরপর সেই ঋণ পরিশোধে কর ফাঁকি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।